ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরা জেলার অসহায় ও দুস্থদের পাশে দাড়িয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ। শনিবার সাতক্ষীরা জেলার এসপি অফিসে ১ হাজারের বেশি নারী ও পুরুষকে শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবী বিতরন করা হয়েছে। জেলার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে এসব নতুন কাপড় বিতরন করেন।
বস্ত্র বিতরন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার জানান, জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে একাধিক ইউনিট জেলা এবং উপজেলাগুলোতে কাজ করছে। বিশেষ করে ঈদ উপলক্ষে চোরাচালান, অস্ত্র ও মাদক ব্যবসাসহ যেকোন অপরাধ নিয়ন্ত্রণে বাড়তি নজরদারী রাখা হয়েছে। সীমান্ত জেলা হওয়ায় ঈদ উপলক্ষে সাতক্ষীরায় চোরাচালান, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধ বেড়ে যায়। এবার এসব ঠেকাতে আগ থেকেই প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। এছাড়া জেলা শহরে স্থাপিত সহস্রাধিক সিসি ক্যামেরার মাধ্যমে পুরো শহরের নিরাপত্তা সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এসপি আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে। পুলিশের এসব মানব সেবা অব্যাহত থাকবে। জেলার অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করতে পারাটা অনেক ভাগ্যের বিষয় ছিলো। এসব কাজের মাধ্যমে এটাই প্রমান হয়, পুলিশ নিরাপত্তার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজও করে থাকে।
বস্ত্র বিতরন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মঈনউদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার,সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।