ডিএমপি নিউজঃ অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঈদের অফুরন্ত আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষকে ঈদবস্ত্র উপহার দিলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
আজ ২৭ মে, ২০১৯ রাজধানীর আজিমপুর ও গেন্ডারিয়া এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মোট তিন হাজার পিস (শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও ছোট বাচ্চাদের পোশাক) ঈদবস্ত্র বিতরণ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ ও ওয়ারী বিভাগ ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
ঈদবস্ত্র নিতে আসা সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, আমরা প্রতিবছর ঈদ এলে নিজস্ব উদ্যোগে আপনাদের কাছে আসি নতুন পোশাক নিয়ে। আমরা প্রাণের টানে, ভালোবাসার টানে এবং নাগরিক দায়িত্ববোধ থেকে আপনাদের কাছে আসি। আমরা মনে করি ঈদ সবার জন্য, ঈদে নতুন কাপড় পরে সবাই ঈদ করলেই তবে হবে ঈদের সার্থকতা। শুধু ঈদে না শীতেও আমরা আপনাদের কাছে বস্ত্র নিয়ে হাজির হই। দোয়া করবেন আমরা যেন বারবার এভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনাদের দুঃসময় দুর্যোগে পাশে থাকতে পারি।
তিনি বলেন, জনগণের প্রতি দায়িত্ববোধ, জনগণের অংশগ্রহণমূলক পুলিশিং ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ যেভাবে ধারাবাহিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আশাকরি আগামী ২০ বছর পর ঈদবস্ত্র দেয়ার মত কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
কমিশনার আরো বলেন, রমজানের ২১ রোজা চলছে। ঢাকা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রয়েছে। গভীর রাত পর্যন্ত কোন রকম নিরাপত্তা সংশয় ছাড়াই শপিংমল ও মার্কেটগুলোতে কেনাকাটা চলছে। পুলিশের মুভমেন্ট বৃদ্ধি করা হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পোশাকে-সাদা পোশাকে পুলিশ ছড়িয়ে রয়েছে। জনগণের জান ও মাল রক্ষার্থে পুলিশের পক্ষ থেকে সবধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। উৎসব করবেন আপনারা, নিরাপত্তা দিবে পুলিশ।
সকলের প্রতি আহবান জানিয়ে কমিশনার বলেন, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, সন্ত্রাস ও মাদক আমাদের প্রধান শত্রু। আপনার বসবাসকৃত এলাকায় খোঁজ রাখুন, কোন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী থাকলে পুলিশকে তথ্য দিন। আপনার পরিচয় গোপন রাখবে পুলিশ। তরুন প্রজন্মকে ধ্বংসকারী মাদককে যেকোন উপায়ে আমরা রুখতে চাই। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আপনাদের সচেতন হতে হবে।
এ সময় অসহায় ও দুঃস্থদের মাঝে লালবাগ বিভাগের আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের মিলনায়তনে এক হাজার পিস ও ওয়ারী বিভাগের মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে ২ হাজার পিস ঈদবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আবদুল বাতেন বিপিএম, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (সদর দপ্তর) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম, ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ও লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান পিপিএম সহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।