ডিএমপি নিউজঃ পবিত্র ঈদ-উল-আযহায় নামাজের নিরাপত্তা সুদৃঢ় ও নিশ্ছিদ্র করতে জাতীয় ঈদগাহ কেন্দ্রীক ঢাকা মেট্রোপলিটন পুলিশ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ।
আজ ৩১ আগস্ট’১৭ বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে ঈদের নামাজের নিরাপত্তায় ডিএমপি’র গৃহীত ব্যবস্থা সম্পর্কে উপস্থিত গণমাধ্যমে একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম ।
কমিশনার বলেন, পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে ঈদগাহ সুইপিং করা হবে। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট টিম। অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আমাদের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
কমিশনার আরো বলেন- ঈদগাহের চতুর্থদিকে ও ভেতরে সর্তক অবস্থায় থাকবে ইউনিফর্মে ও সাদা পোষাকে পুলিশ। জাতীয় ঈদগাহে ও তার আশপাশের নিরাপত্তায় বসানো হয়েছে বিপুল পরিমান সিসি ক্যামেরা। পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে জাতীয় ঈদগাহ ও তার চারপাশে মনিটরিং করা হবে।
জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন- জাতীয় ঈদগাহে প্রবেশে প্রতিটি চেকপোস্টে তল্লাশীকালে পুলিশকে সহযোগিতা করুন। মুসল্লিরা জায়নামাজ ব্যতীত কোন ধরণের ভেনিটি ব্যাগ, ব্যাগ, ট্রলি ব্যাগ, ও দার্হ্য পদার্থ সাথে নিয়ে আসবেন না। তবে বৃষ্টি হলে ছাতা সঙ্গে আনা যাবে।
জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা সর্ম্পকে তিনি বলেন- প্রত্যেক মুসল্লিকে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। আগত সকল মুসল্লিরা তিন ধাপে আর্চওয়ে ও শারীরিক তল্লাশীর মধ্যদিয়ে ঈদগাহে প্রবেশ করবেন। ঈদের জামাত শেষে সকলে একসাথে তাড়াহুড়া করে বের না হয়ে সম্ভাব্য দূর্ঘটনা এড়ানোর জন্য ধীরে সুস্থে সু-শৃঙ্খলভাবে ঈদগাহ থেকে বের হবেন। যেকোন প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে নগরবাসীকে অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাআ’ত জাতীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল ০৮.০০টায়। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামায়ত স্থানান্তর করা হবে।