পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে ভ্যানের চার যাত্রীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা এলাকায়।
নিহতরা হলেন- ভ্যানচালক সোলেমান (৬০) এবং যাত্রী শামসুদ্দিন কামাল (৫৫)। এদের বাড়ি ঈশ্বরদীর ভাড়ইমারির বাঙ্গালপাড়া গ্রামে। আহতদেরকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, দাশুড়িয়া বাজার হতে একটি ভ্যান যাত্রী নিয়ে যাওয়ার সময় পাবনা হতে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তেঁতুলতলা মোড় অতিক্রম করার সময় ওই ভ্যানকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।