এ বছরের পুরুষ এককে উইম্বলডন টেনিসের শিরোপা জিতলেন সার্বিয়ার নোভাক জকোভিচ। এটি তার ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্ল্যাম।
উইম্বলডনের ফাইনালে অস্ট্রেলিয়ার নিক কিরগিসকে ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমের ব্যবধানে হারিয়েছে জকোভিচ।
রেকর্ড ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে সম্মানজনক এ তালিকার সবার উপরে রাফায়েল নাদাল।