যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিউইয়র্ক জেটের মালিক উডি জনসনের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল তার নাম ঘোষণা করা হয়।
৭০ বছর বয়সী জনসন বিশ্বখ্যাত স্বাস্থ্যসেবা পণ্য প্রস্তুতকারক জনসন অ্যান্ড জনসনের প্রতিষ্ঠাতার প্রপৌত্র। প্রেসিডেন্টের রফতানি কাউন্সিল এবং হোয়াইট হাউজ ফেলোদের কমিশনেও দায়িত্বপালন করেছেন তিনি।
দীর্ঘ বছর ধরে রিপাবলিকান প্রচারণা শিবিরকে অর্থ দিয়ে আসছেন জনসন। যুক্তরাজ্যে নিয়োজিত রাষ্ট্রদূতের ক্ষেত্রে ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ সমর্থকদের নিয়োগ দিয়ে আসা হচ্ছে। এর আগে জেব বুশের নির্বাচনী প্রচারণার সময় অর্থবিষয়ক প্রধানের দায়িত্ব পালন করেছেন জনসন।