মার্ক উডের বিধ্বংসী বোলিংয়ে এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৫০ রানে হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
গতকাল রাতে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ পায় লক্ষ্ণৌ।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে দিল্লি। ৪ ওভারে মাত্র ১৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মার্ক উড।