বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই অবৈধভাবে চকলেট ও জুস উৎপাদন করে বাজারজাত করণের অপরাধে উত্তরখানের দু’টি প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।
আজ ২৫ জুলাই ২০১৯ বেলা আড়াইটায় উত্তরখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি দল।
সেখানে ২৩/৩ মাস্টারপাড়ার ক্রাপ প্রোডাক্টস বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অবৈধভাবে চকলেট উৎপাদন ও বাজারজাত করণের অপরাধে ওই প্রতিষ্ঠানের কাওছার আলমকে ১ লক্ষ টাকা জরিমানা করে।
উত্তরখানের পূর্বপাড়ার জে এন্ড ফুড বেভারেজ বিএসটিআই’র লাইসেন্স নবায়ন না করায় এবং অসাস্থ্যকর পরিবেশে জুস তৈরির দায়ে আমিনুলকে ২ লক্ষ টাকা জরিমানা করে ডিএমপি’র ভ্রাম্যমান আদালত।