ডিএমপি নিউজঃ রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ী মোড়স্থ কালাম ষ্টোর এর সামনে থেকে জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।গ্রেফতারকৃতদের নাম – মোঃ রফিকুল ইসলাম ওরফে সাকির (৩৭) ও মোঃ কবিরুল ইসলাম ওরফে কবির (২৭)।
থানাসূত্রে জানা যায় -১১ জানুয়ারি ০৭.০০টায় গোপন সংবাদের মাধ্যমে উত্তরখান থানা পুলিশ জানতে পারে, রাজাবাড়ী মোড়স্থ কালাম ষ্টোরের সামনে রাস্তায় জালনোটসহ দুই ব্যক্তি অবস্থান করছে । এর ভিত্তিতে থানা পুলিশ ০৭.২০ টায় ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেফতার করে দেহ তল্লাশী করে । দেহ তল্লাশীর সময় মোঃ রফিকুল ইসলামের নিকট হতে বাংলাদেশী ১০০০ টাকা মূল্যমানের ১১ টি জালনোট এবং মোঃ কবিরুল ইসলামের নিকট হতে বাংলাদেশী ১০০০ টাকা মূল্যমানের ১২ টি জালনোট জব্দ করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজ হেফাজতে জাল নোট রাখার কথা স্বীকার করে ।
এই সংক্রান্তে উত্তরখান থানায় মামলা রুজু করা হয়েছে।