ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র চলমান মাদক বিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ২৯ মে, ২০১৮ উত্তরা এলাকায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, স্পেশাল আর্মড ফোর্স ও ডগ স্কোয়াড এর সম্মিলিত অংশ গ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে পুলিশ ৩১ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ৫ কেজি ১০০গ্রাম গাঁজা ও ৫১০০ পিস ইয়াবা ।
এর আগে গত ২৪ মে, ২০১৮ সকাল সাড়ে ১১ টায় ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, ‘মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান’ এই শ্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মাদক বিরোধী কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।