রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের এক বাসা থেকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম সাগর রহমান (৩৭)।
উত্তরা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহেন শাহ বলেন, এক তরুণী উত্তরা থানায় অভিযোগ করেন যে পাওনা টাকা আনতে গেলে সাগর তাকে জোর করে ধর্ষণ করেছে।
ওই ভোক্তভোগী থানায় মামলা করলে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সাগরকে ভাড়া ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে।
ভূক্তভোগী নারী পুলিশকে জানায়, গতরাত (বুধবার) তাকে সাগর পাওনা টাকা দিবে বলে জোর করে ধর্ষণ করে।
ওই তরুণীর দাবি ছয় মাস ধরে সাগরের সঙ্গে তার পরিচয়। তিন মাস আগে তার কাছ থেকে সাগর ১৩ হাজার টাকা নেয়।
পুলিশ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জানিয়ে শাহেন শাহ বলেন, সাগর উত্তরায় আইটির ব্যবসা করেন বলে পুলিশকে জানায়।
তার গ্রামের বাড়ি ঝিনাইদহে।