উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি’র চলমান মাদক বিরোধী অভিযানের পাশাপাশি গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উত্তরা পশ্চিম থানার বেরীবাধ এলাকায় ০২ জুলাই, ২০১৮ সকাল ১১.৩০ টা হতে দুপুর ১৪.০০ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উত্তরা পশ্চিম থানার কামাড়পাড়া হতে আব্দুল্লাহপুর বেরিবাধ এর উভয় পাশে অভিযান চালিয়ে মাদক বিক্রির দায়ে ৪ জন ও সেবনের অপরাধে ৮ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতদের দখল হতে পুলিশ ১৯২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০,০০০ টাকা উদ্ধার করেছে।
সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড এর সম্মিলিত অংশ গ্রহনে এ অভিযান পরিচালিত হয়।