ডিএমপি নিউজঃ রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃত দু’জনের নাম-আসিফ আহম্মদ (২৭) ও মোঃ আঃ মান্নান খান (৬৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
১৩ অক্টোবর’১৮ বিকাল ৩.১৫ টায় উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি (উত্তর) বিভাগের গুলশান জোনাল টিম।
ডিবি-উত্তর বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা কক্সবাজার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকায় এনে উত্তরা, তুরাগ ও টংগী থানা এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করত।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়েছে।