ডিএমপি নিউজঃ রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম। এ ঘটনায় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ সুমন ওরফে নোয়াখাইল্যা সুমন ওরফে খোকন (৩৬) ও মোসাঃ শিউলি বেগম (৪০)।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান ডিএমপি নিউজকে জানান, সোমবার (২৬ অক্টোবর) রাত ৮.১৫ টায় উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরের মাথায় ঢাকা-ময়মনসিংহ রোডের ওপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিতস্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাাঁজাসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।