ডিএমপি নিউজঃ রাজধানীর উত্তরা থেকে গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগের একটি দল।
গ্রেফতারকৃতরা হলো-রাসেল (২০), মোঃ সাইদুল ইসলাম (২৮) ও মোঃ মিলন (২২)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, শুক্রবার (৪ নভেম্বর ২০২২ খ্রি.) তারিখ ০৪:৫৫ ঘটিকায় আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।