টংগী থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া সাত বছরের শিশু রোমানকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা-পূর্ব থানা পুলিশ।
উত্তরা-পূর্ব থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৯ ডিসেম্বর ২০২৪ খ্রি.) প্রতিদিনের মতো এলাকায় টহল ডিউটি করছিলো উত্তরা-পূর্ব থানা পুলিশ। বেলা ১২:০০ ঘটিকার দিকে উত্তরা জসীমউদ্দিন এলাকায় তারা একটি শিশুকে কান্না করতে দেখে তার কাছে যায় এবং তার সম্পর্কে জানতে চায়। শিশুটি তার সম্পর্কে কোন কিছুই বলতে পারে না। এরপর থানা পুলিশ শিশুটিকে থানায় নিরাপদ হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে ডিএমপি কন্ট্রোলরুমসহ আশপাশের থানাগুলোকে ছেলেটির বিষয়ে খবর পাঠানো হয়। সংবাদ প্রকাশ করা হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পাশাপাশি স্থানীয় মসজিদ মাদ্রাসাতেও খবর দেয়া হয়।
উত্তরা-পূর্ব থানা সূত্রে আরো জানা যায়, খবর পেয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা-পূর্ব থানায় ছুঁটে আসেন রোমানের বাবা-মা। পরে রোমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। এ সময় ছেলেকে পেয়ে খুশিতে কান্নায় ভেঙ্গে পড়েন তার বাবা-মা।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, রোমানের বাবা মোঃ হারিজুল ইসলাম ও মা বিবি হাওয়া। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ির পাংশা থানার লাহিড়ী গ্রামে। বর্তমানে তারা গাজীপুরের টংগী থানার আরিচপুরে ভাড়া বাসায় বসবাস করে। গতকাল সোমবার সকালের দিকে তাদের আদরের সন্তান রোমান হারিয়ে যায়। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আজ যখন তারা জানতে পারে যে, তাদের সন্তান উত্তরা-পূর্ব থানায় নিরাপদ হেফাজতে রয়েছে তখন তার কালবিলম্ব না করে ছুঁটে আসে থানায়। থানায় এসে হারিয়ে যাওয়া ছেলেকে পেয়ে তার বাবা-মা ছেলেকে জরিয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়ে।
রোমানের বাবা-মা জানায়, আমাদের সন্তানকে হারিয়ে বুঝেছিলাম আমরা কতটা কষ্টের মধ্যে ছিলাম। উত্তরা-পূর্ব থানা পুলিশের তৎতপরতায় আমাদের সন্তানকে ফিরে পেয়েছি এজন্য থানা পুলিশের প্রতি রইলো আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।