উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে গভীর ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের। এ সম্পর্ক এতই গভীর যে, সম্প্রতি কিমের কাছ থেকে দুই পোষা কুকুর পেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকার মুন জায়ে ইন বলেন, ‘বর্তমানে কিমের বিনয়ী নের্তৃত্বের কারণে দুই কোরিয়ার মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়েছে।’
মুন বলেন, ‘কিম কম বয়সী। তবে তার মধ্যে নিজের দরিদ্র দেশকে এগিয়ে নেয়ার দৃঢ় ইচ্ছা দেখেছি আমি। সে অত্যন্ত ভদ্র এবং সহজ-সরল। সে বড়দেরকে সব সময় সম্মান করে।’
মানবাধিকার পরিস্থিতি বিশ্বের মধ্যে সবচেয়ে নাজুক এমন একটি দেশের প্রেসিডেন্টের সঙ্গে কিভাবে হাত মেলালেন?, বিবিসির এমন প্রশ্নে মুন বলেন, উত্তর কোরিয়ার মানুষের মানবাধিকারে বিশ্বাস করেন তিনি। তবে এটি বন্ধ করতে আন্তর্জাতিক চাপ কোন কাজে আসেনি।
মুনের মতে, উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে দুই কোরিয়ার মধ্যে সদ্ভাব বজায় রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে উত্তর কোরিয়াকে চাপ দিতে হবে যাতে দেশটি নাগরিকদের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটায়।