প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেল উত্তর কোরিয়া। অভিজ্ঞ কূটনীতিক চো সন-হুই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দলীয় এক বৈঠকে চো সন-হুইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। চো সন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রি সন গওনের স্থলাভিষিক্ত হবেন। এর আগে চো সন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারদর্শী অভিজ্ঞ কূটনীতিক চো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার সময় কিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছিলেন। ওই সময় কিমের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি।