উত্তর কোরিয়া ও চীনের ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে পারমাণবিক বিধিনিষেধ উপেক্ষা করছিল তারা। একই সঙ্গে বাণিজ্যের মাধ্যমে তারা ওই দেশটিকে সমর্থন দিয়ে যাচ্ছিল। মঙ্গলবার এ অবরোধের কথা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
এর একদিন আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সন্ত্রাসে মদতদানকারী রাষ্ট্রের তালিকায় স্থান দেন। নতুন এই অবরোধের উদ্দেশ্য হচ্ছে, চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যে বাণিজ্য আছে তা বিঘ্নিত করা বা ক্ষতিগ্রস্ত করা। ট্রাম্প প্রশাসন মনে করছে, এর ফলে পিয়ংইয়ংয়ের ওপর চাপ সৃষ্টি হবে এবং তারা পারমাণবিক উচ্চাকাঙ্খা থেকে নিজেদের বিরত রাখবে।
যেসব কোম্পানির বিরুদ্ধে অবরোধ দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে চীনের তিনটি। এগুলো হলো ড্যানডং কেহুয়া ইকোনমি অ্যান্ড ট্রেড কোম্পানি, ড্যানডং সিয়াঙ্গি ট্রের্ডি কোম্পানি ও ড্যানডং হোন্ডা ট্রেড কোম্পানি। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের মতে, উত্তর কোরিয়ার সঙ্গে এ তিনটি কোম্পানির মোট ৭৫ কোটি ডলারেরও বেশি বাণিজ্য রয়েছে।
এ ছাড়া অবরোধ দেয়া হয়েছে সান ডিডং এবং তার কোম্পানি ড্যানডং ডোঙ্গুয়ান ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির বিরুদ্ধে।