উত্তর কোরিয়া সফরে যাবেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসাদ উত্তর কোরিয়া সফরের পরিকল্পনা করছেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ক্ষমতায় এসেছেন ২০১১ সালে। যুদ্ধংদেহী অবস্থা থেকে সম্প্রতি কূটনৈতিক প্রক্রিয়া অবলম্বন করছেন উত্তর কোরিয়ার ‘রকেট ম্যান’ কিম জং-উন। তার কূটনৈতিক তৎপরতায় যে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধ লেগেই গিয়েছিল প্রায়, তাকে আলোচনার টেবিলে ডেকে আনছেন।
১২ই জুন তারা সিঙ্গাপুরে মিলিত হচ্ছেন। চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন কিম জং উন। উত্তর কোরিয়ার একটি মিত্র হলো সিরিয়া। উত্তর কোরিয়ার পরিকল্পনার বিষয়ে সিরিয়া কোনো মন্তব্য করে নি। রাসায়নিক সহযোগিতার জন্য দায়ী করা হয় দুই দেশকেই। তবে এ অভিযোগ অস্বীকার করে তারা।
কবে নাগাদ বাশার আল আসাদ উত্তর কোরিয়া সফরে যাবেন তা কেসিএনএতে বলা হয় নি। তবে তারা বুধবার আসাদকে উদ্ধৃত করেছে। তাতে আসাদ বলেছেন, আমি উত্তর কোরিয়া সফরে যাচ্ছি। সেখানে কিম জং উনের সঙ্গে সাক্ষাত হবে।