ডিএমপি নিউজ: গত শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ রাজধানী পল্টনের বঙ্গবন্ধু এ্যাভিনিউ থেকে ০৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে আপনার হারানো ফোনটি খুঁজে পেতে নিম্নে সংযুক্ত আইএমইআই নম্বর দেখে মিলিয়ে নিন।
আপনার হারানো মোবাইল ফোনটির সন্ধান পেতে এসি মতিঝিল (০১৩২০-০৪০১০৯), পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০১৩২), তদন্তকারী কর্মকর্তা (০১৭৩৪-৩৩৭৩৭১) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আইএমইআই নম্বর দেখে মিলিয়ে নিন আপনার কোনটি–
০১টি কালো রংয়ের SAMSANG GALAXY MO2 মোবাইল ফোন যাহার IMEI (i) 350458612227682 (ii) 352162352227682
০১টি সিলভার রংয়ের OPP মোবাইল ফোন যাহার IMEI (i) 358211224162736 (ii) 358211224162744
০১টি সিলভার রংয়ের WALTON/R10 মোবাইল ফোন যাহার IMEI (i) 355286690312472 (ii) 355286590312480
০১টি হালকা জলপাই রংয়ের REALME মোবাইল ফোন যাহার IMEI (i) 9522042807010 (ii) 862539042807002
০১টি কালো রংয়ের SAMSANG মোবাইল ফোন যাহার IMEI (i) 358452980779657 (ii) 359488420779658।