পানামা পেপারসে আর্থিক কেলেঙ্কারির মামলায় প্রধানমন্ত্রীত্বের পদ হারিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে ক্ষমতা হারানো নওয়াজ শরিফ তার খেলা দেখালেন নির্বাচনে। তার অসুস্থ স্ত্রী কুলসুম নওয়াজ উপ-নির্বাচনে জয়লাভ করলেন।
এর মাধ্যমে কুলসুম নওয়াজের প্রতি আগামী নির্বাচন পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সম্ভাবনা আরো বৃদ্ধি পেল। এতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের জন্য নওয়াজের শরীফের প্রতি সমর্থন যাচাই করা হল বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
পাকিস্তান জাতীয় সংসদের অন্তর্গত লাহোর ১২০ নম্বর আসন থেকে পিএমএল(এন) প্রার্থী হিসেবে লড়েছিলেন কুলসুম নওয়াজ। ফলাফল ঘোষণা হতেই তিনি এগিয়ে যান। জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা।
কুলসুম নওয়াজের জয়ের পর দলীয় নেতা সাদ রফিক জানিয়েছেন, এই রায় প্রমাণ করল জনগণ পানামা পেপারসে মামলায় নওয়াজ শরিফকে পদচ্যুত করা মেনে নেননি। আমরা লাহোরের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।
যদিও দলের পক্ষে পরবর্তী পূর্ণাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ ভ্রাতা শাহবাজ শরিফকেই বেছে নেওয়া হয়েছে।
এই মুহূর্তে পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আসিফ খাকান আব্বাসি।