ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে স্বামীবাগ আশ্রম ইসকনে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। গত ৪ জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়। আজ শুক্রবার (১২ জুলাই) উল্টো রথযাত্রার মাধ্যমে এই পর্বন শেষ হয়।
প্রধান উল্টো রথযাত্রার শোভাযাত্রাটি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী- জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্ত্বর-হাই কোর্ট মাজার-ফজলুল হক হল-সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার-গুলিস্তান-রাজউক ক্রসিং-বক চত্ত্বর-পূবালী পেট্রোল পাম্প-শাপলা চত্ত্বর-ইত্তেফাক মোড়-জয়কালি মন্দির মোড় হয়ে স্বামীবাগ আশ্রম ইসকন, ঢাকায় যেয়ে শেষ হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবকে ঘিরে নেয়া হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।