ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র মানবহীন বিমান রুস্তম-২-র পরীক্ষামূলক উড়ান চলছিল কর্ণাটকের চিত্রদুর্গ জেলায়৷ আচমকাই বিকট শব্দ৷ পরে দেখা যায় খোলা মাঠের ওপর ভেঙে পড়ে রয়েছে বিমানটি৷ মঙ্গলবার সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ তবে কারোর আহত হওয়ার খবর মেলেনি৷
এয়ারোনটিক্যাল টেস্ট রেঞ্জের সময় বিমানটি ভেঙে পড়ে বলে জানিয়েছে ডিআরডিও৷ এই টেস্ট রেঞ্জে দেখা হয় সংশ্লিষ্ট বিমানের উড়ান ক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে অস্ত্র বহনের ক্ষমতা৷ জানা গিয়েছে দুর্ঘটনাস্থলটি চিত্রদুর্গের সদর দফতরের খুব কাছেই৷ ফলে বড়সড় ক্ষতির আশঙ্কা ছিল৷
চিত্রদুর্গের পুলিশ সুপার জানান, ডিআরডিও-র ইউএভি রুস্তম-২ ভেঙে পড়ার খবর মিলেছে৷ পরীক্ষামূলক উড়ান ব্যর্থ হয় এদিন৷ খোলা মাঠের ওপরেই বিমানটি ভেঙে পড়া যায়৷ আতঙ্কিত গ্রামবাসীরা মাঠের ওপর জড়ো হন৷ তবে নিরাপত্তার কারণে তাঁদের সরিয়ে দেয় পুলিশ৷ গোটা এলাকা পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে৷
ডিআরডিও-র ১৫০০ কোটি টাকার ইউএভি প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই রুস্তম-২৷ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই এয়ারক্রাফট সফল ভাবে পরীক্ষামূলক উড়ান শেষ করে৷ তবে এবার সাফল্য আসেনি৷
অন্য ড্রোনের সঙ্গে এর তফাৎ রয়েছে। এটি ২৪ থেকে ৩০ ঘণ্টা উড়তে পারবে আকাশে। ওড়ার জন্য লাগবে রানওয়ে। এতে রয়েছে ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল ও নেভিগেশন সিস্টেম। এটি স্বয়ংক্রিয়ভাবে উড়তে ও অবতরণ করতে পারে। আর্মি, নেভি ও এয়ারফোর্সের ব্যবহারের জন্যই তৈরি এই ড্রোন। এর আগে আর্মির জন্য ডিআরডিও তৈরি করেছিল নিশান্ত নামের একটি ড্রোন। যদিও সেটি খুব একটা সফল হয়নি। একাধিকবার ভেঙে পড়েছে।
রুস্তম ২য়ের বহনক্ষমতা বেশ বেশি৷ সিন্থেটিক অ্যাপারচার রাডার, ইলেকট্রোনিক ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে এতে৷ টানা ২৪ ঘণ্টা ওড়ার ক্ষমতা রাখে রুস্তম ২৷ পরবর্তীতে এই রুস্তম-২ তে থাকবে এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, স্মার্ট বম্ব। মার্কিন সেনার ড্রোনের মত করেই সাজানো হবে এটিকে। ইজরায়েলের তৈরি ড্রোন হেরনের জায়গায় এসেছে এই রুস্তম-২ বলে খবর৷