ডিএমপি নিউজঃ ২০২০-২১ মৌসুমে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ইংলিশ ক্লাব চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো। তুরস্কের ইস্তানবুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে বিজয়ীর নাম। সেরা তিনে আরও ছিলেন চেলসির কান্তে ও ম্যানসিটির কেভিন ডি ব্রুইন।
উয়েফার বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন চেলসির এডুয়ার্ড মেন্ডি। বর্ষসেরা ডিফেন্ডার হয়েছেন ম্যান সিটির পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াজ। চেলসিরই চ্যাম্পিয়নস লিগজয়ী এনগোলো কান্তে পেয়েছেন সেরা মিডফিল্ডারের পুরস্কার।
আর গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল করা ডর্টমুন্ডের আর্লিং হালান্ড হয়েছেন সেরা ফরোয়ার্ড। সেরা কোচের পুরস্কার পেয়েছেন চেলসির চ্যাম্পিয়নস লিগজয়ী কোচ থমাস তুখেল।