ডিএমপি নিউজঃ গত রোববার অনুষ্ঠিত উয়েফা নেশনস লিগের এক ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে জয় পেয়েছে ইংলিশরা। ঘরের মাঠ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের এই ম্যাচে ২-১ গোলে তারা হারায় বেলজিয়ামকে।
ম্যাচের মাত্র ১৬ মিনিটে পাওয়া পেনাল্টিতে রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় বেলজিয়াম। একইভাবে ম্যাচের ৩৯ মিনিটে পাওয়া পেনাল্টিতে গোল শোধ করে ইংল্যান্ড।
৬৪ মিনিটে ডি-বক্সের মধ্যে নিজেদের ( বেলজিয়ামের) পায়ে লেগে বল জালে জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।