ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা-উয়েফার বর্ষসেরার শেষ তিনজনের তালিকায় নেই বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসির নাম। এই দৌঁড়ে এগিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও মোহাম্মদ সালাহ।
সোমবার ঘোষিত এ তালিকায় রোনালদোর জায়গা হয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে পঞ্চমবার ও টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতায়। তাছাড়া টানা ৬ মৌসুমের গোলদাতাও তিনি।
সালাহ ঢুকেছেন চ্যাম্পিয়ন্স লিগের গেল মৌসুমে নিজ দল লিভারপুলকে ফাইনালে তোলায়। আর মদ্রিচের জায়গা মিলেছে রিয়ালে দুর্দান্ত মৌসুম কাটানোর পাশাপাশি রাশিয়া বিশ্বকাপে উড়ন্ত পারফরম্যান্সের কারণে।