ঊর্ধ্বতন কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সুইজ্যারল্যান্ডের সেনাবাহিনী। নিরাপত্তাজনিত কারণে হোয়াটসঅ্যাপসহ আরো কিছু মেসেজিং অ্যাপ ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সুইসইনফোতে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, সেনাবাহিনীর ঊর্ধ্বতনদের হোয়াটসঅ্যাপের পরিবর্তে সুইস মেসেজিং অ্যাপ থ্রিমা ব্যবহারের আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হোয়াটসঅ্যাপের পাশাপাশি সিগন্যাল ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, যেসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর যুক্তরাষ্ট্রের এখতিয়ার রয়েছে সেসব প্রতিষ্ঠানের সংরক্ষিত তথ্যভাণ্ডারে প্রবেশের বিষয়ে প্রাথমিক উদ্বেগ প্রকাশ পায়। যুক্তরাষ্ট্রের ক্লাউড অ্যাক্টের তথ্যানুযায়ী এমনটাই জানা গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, সার্ভার যেখানেই থাকুক না কেন ক্লাউড আইন অনুসারে যুক্তরাষ্ট্রের এখতিয়ারভুক্ত প্রতিষ্ঠানগুলোকে পরিষেবা প্রদানে সব নিয়ম মেনে চলতে হয়।
থ্রিমা সুইজারল্যান্ডভিত্তিক প্লাটফর্ম হওয়ায় এটি এমন কোনো নিয়মের আওতায় পড়ে না বলে সূত্রে জানা গেছে। পাশাপাশি থ্রিমা ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশনের (জিডিপিআর) অধীনে পরিচালিত হয়ে থাকে। সুইজারল্যান্ড সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তামেদিয়া সংবাদপত্র জানায়, তথ্যের নিরাপত্তা নিশ্চিতে নীতিমালায় এ পরিবর্তন আনা হয়েছে। খবর:বনিকবার্তা