৫ কোটি রুপি ঋণ নিয়ে শোধ দিতে না পারায় দিল্লি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা যাদব। আগামী ২৩ এপ্রিল শাস্তি ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
বলিউড সূত্রে জানা গেছে, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ছবি নির্মাণের জন্য রাজপালের সংস্থা শ্রী নওরং গোদাবরী এন্টারটেইনমেন্ট, ব্যবসায়ী রাজীব শর্মার কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নেন। কিন্তু সেই টাকা আর শোধ করেননি।
রাজপাল অবশ্য আদালতে ঋণ নেয়ার কথা অস্বীকার করে বলেন, ওই অর্থ তিনি ঋণ হিসেবে নেননি। টাকাটা ছবির প্রযোজনায় বিনিয়োগ করা হয়েছিল।
এর আগেও এই মামলায় তথ্য গোপনের দায়ে ২০১৩ সালের ৩ থেকে ৬ ডিসেম্বর রাজপালকে তিহার জেলে কাটাতে হয়েছিল।