ডিএমপি নিউজঃ কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকার পর অবশেষে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন ও ছাত্র-ছাত্রীদের সহায়তার লক্ষ্যে উত্তরায় ১১ টি পরীক্ষা কেন্দ্রে ১টি করে মোট ১১ টি ‘পুলিশ সহায়তা কেন্দ্র’ স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উত্তরা বিভাগ।
এসব পুলিশি সহায়তা কেন্দ্রসমূহ থেকে কেন্দ্রের নির্ধারিত সিট প্ল্যান অনুযায়ী দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত ভবন ও কক্ষে পৌঁছানোর জন্য আগত শিক্ষার্থীকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়। ফলে প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সময়ের পূর্বেই শিক্ষার্থীগণ তাদের স্ব-স্ব কক্ষে আসন গ্রহণ করতে সমর্থ হয়েছে। এছাড়াও যে সকল শিক্ষার্থী মাস্ক ছাড়া পরীক্ষাকেন্দ্রে চলে এসেছে, তাদেরকে মাস্ক প্রদান করে সহায়তা করে ডিএমপির উত্তরা বিভাগ। অনেক শিক্ষার্থী এসব কেন্দ্রসমূহ থেকে পানির বোতলও সংগ্রহ করেছেন।
পরীক্ষা কেন্দ্রে আগত শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সহায়তা কেন্দ্র স্থাপনের জন্য ডিএমপির উত্তরা বিভাগ ও থানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই উদ্যোগ চলমান রাখার জন্য অনুরোধ জানান।
উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডা. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন ”এ সহায়তা কেন্দ্রসমূহ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে”।