অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় জয় পেয়েছে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। বৃহস্পতিবার নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশকে ৭০ রানে হারিয়েছে লিটন-বিজয়রা। গতকাল সফরের প্রথম ম্যাচে নর্দার্ন টেরিটরিকে এক উইকেটে হারিয়েছিল এইচপি দল।
আজকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করে বিসিবি এইচপি দল। দলের পক্ষে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। ১০১ রান করেন তিনি। হাফ সেঞ্চুরি করেন এনামুল হক বিজয় ও ইরফান শুক্কুর। ৫৮ রান করেন বিজয়। আর ইরফান শুক্কুর করেন ৬০ রান।
এরপর নর্দার্ন টেরিটরি ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২৪৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। এইচপি দলের পক্ষে ৩৬ রান দিয়ে চার উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৫ রান দিয়ে দুই উইকেট নেন আরেক পেসার এবাদত হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ৭০ রানে জয়ী বিসিবি এইচপি দল
বিসিবি এইচপি দল: ৩১৩/৭ (৫০ ওভার)
(এনামুল হক বিজয় ৫৮, নাজমুল হোসেন শান্ত ১০১, ইরফান শুক্কুর ৬০)
নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশ: ২৪৩ (৪৫.৩ ওভার)
(মোহাম্মদ সাইফউদ্দিন ৪/৩৬, এবাদত হোসেন ২/৩৫)