৩০ জুন বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। ওই ম্যাচে বিরাট কোহলিরা গেরুয়া জার্সি পরে মাঠে নামতে পারেন বলে খবর।
আসলে ভারত ও ইংল্যান্ড, দুই দলের জার্সির রং মিলে যাচ্ছে। আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে মুখোমুখি হওয়া দুই দলের জার্সির রং একরকম হয়ে গেলে একটি দলকে অন্য রংয়ের জার্সি পরে নামতে হবে।
ইংল্যান্ড যেহেতু আয়োজক দেশ, তাই তারা নিজস্ব আকাশী নীল রংয়ের জার্সি পরে খেলতে পারবে। কিন্তু ভারতীয় দলকে চিরাচরিত নীল জার্সির বদলে গেরুয়া জার্সিতে নামতে হবে।
গেরুয়া জার্সির ব্যাপারে ভারতীয় দল চমক দিতে চাইছে। তাই ভারতীয় দলের কিট স্পনসরের তরফেও এই ব্যাপারে কিছু জানানো হচ্ছে না। জানা গিয়েছে, গেরুয়া জার্সির উপর নীল রঙের ডিজাইন থাকবে।
মেন ইন ব্লু- এই নামেই পরিচিত ভারতীয় দল। তবে এবার গেরুয়া জার্সি নিয়েও উত্সাহ বাড়ছে সমর্থকদের মধ্যে। এর আগে কখনও নীল জার্সি ছাড়া দেখা যায়নি ভারতীয় দলকে।