ইউসাকু মিজওয়া, জাপানের কোটিপতি৷ এবার নাম লেখাতে চলেছেন ইতিহাসের পাতায়, হতে চলেছেন চাঁদের প্রথম সাধারণ যাত্রী (প্রাইভেট প্যাসেঞ্জার)৷ যাত্রাপথে তার বাহন হবে SpaceX Big Falcon Rocket (BFR)৷ ১৯৭২ সালে শেষবার চাঁদে যাত্রা করেছিলেন এক মহাকাশ যাত্রী৷ মিশনটির নাম ছিল ‘অ্যাপেলো ১৭’৷
মার্কিন প্রাইভেট স্পেস ফার্ম SpaceX ট্যুইটের মাধ্যমে জানায়, ‘চাঁদে প্রথম প্রাইভেট প্যাসেঞ্জার হতে চলেছেন ইউসাকু মিজওয়া, একজন বিশ্বখ্যাত ফ্যাশন সংস্কারক৷’জাপানের অন্যতম বৃহত্তম অনলাইন শপিং রিটেলার Zozoর প্রতিষ্ঠাতা এবং সিইও ইউসাকু৷বিয়াল্লিশের এই কোটিপতি ইতিমধ্যেই বেশ কিছু টাকা বিনিয়োগ করেছেন লক্ষ্য পৌঁছনোর খাতিরে৷
ইউসাকু মিজওয়া এই যাত্রায় সঙ্গী হতে চলেছেন তারই সংস্থার একদল শিল্পী৷ ট্যুইটারে মিজওয়া লিখেছেন, ‘আমি শিপ্লীদেরই বেছে নিয়েছি আমার যাত্রাপথের সঙ্গী হিসেবে’৷তিনি বিশেষ ধন্যবাদ জানান SpaceXকে৷ ইউসাকু জানিয়েছেন, ‘এই সুযোগটির জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি SpaceX কে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে BFR৷ এছাড়াও, প্রথম থেকে যাঁরা আমাকে সার্পোট করে আসছেন তাদের সকলেই ধন্যবাদ জানাচ্ছি৷ প্রকল্পটির সফলতা কামনা করি৷সঙ্গে থাকুন!’
সংবাদ মাধ্যমের তথ্য অবুযায়ী, জাপানের ১৮ তম ধনীব্যাক্তি হিসেবে উঠে এসেছে মিজওয়ার নাম৷ SpaceX হেডকোয়ার্টারে ইউসাকু বলেন, ‘ছোটবেলা থেকেই চাঁদ আমার খুব পছন্দ ছিল৷এখন এটাই আমার স্বপ্ন৷’