বিজ্ঞাপনে মহেন্দ্র সিং ধোনির কদর আকাশচুম্বী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তাতে কোন ভাটা পরেনি। এখনও করে যাচ্ছেন বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন।
তবে, এবারের বিজ্ঞাপনটা তার জন্য একটু অন্যরকমের। জীবনে প্রথমবারের মত মেয়ে জিভাকে নিয়ে বিজ্ঞাপন করছেন তিনি। বাবা-মেয়ে এবার হাজির একটি বিস্কুট কোম্পানীর বিজ্ঞাপনে।
ইতিমধ্যেই বিজ্ঞাপনের অংশবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে। জিভার বয়স মাত্র পাঁচ হলেও ইনস্টাগ্রামে ১৮ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে তার।