প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। লন্ডন থেকে দেয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের একজন ভালো বন্ধু ছিলেন।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত বন্ধুকে হারালাম।’
ভারত-বাংলাদেশ সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুষমা স্বরাজ। রাজনীতির উর্দ্ধে আন্তরিক সুষমার এই অবদান মনে রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুষমার আকস্মিক প্রয়ানে শোকাহত প্রধানমন্ত্রী লন্ডন থেকে এক শোকবার্তায় বলেন, সুষমা স্বরাজ আমাদের ভালো বন্ধু ছিলেন। আমরা একজন ভালো বন্ধুকে হারালাম। তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদানের কথা বাংলাদেশ সর্বদা মনে রাখবে।
সুষমা স্বরাজের আত্মার শান্তি কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা। সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ.কে আব্দুল মোমেনও।