রাজধানীর উত্তরা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিএমপির উত্তরা- পূর্ব থানা পুলিশ।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, রবিবার (২৪ নভেম্বর ২০২৪ খ্রি.) দুপুর ০১:১৫ ঘটিকায় উত্তরা-পূর্ব থানার আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উত্তর-পূর্ব পাশে তুরাগ নদীর পাড় হতে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, উদ্ধারকৃত পিস্তলটি জাপানের তৈরী যার গায়ে ইংরেজীতে MADE IN JAPAN ARMY লেখা আছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।