চলতি বিশ্বকাপ থেকে শূন্য হাতেই বিদায় নিল আফগানিস্তান। শেষটা ভালোভাবে করতে চাইলেও ক্যারিবিয়ানদের দাপুটে ব্যাটিং আর বোলিংয়ের সামনে পাত্তাই পাননি রশিদ-নবীরা। নিজেদের শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৩ রানে পরাজিত হয়েছে গুলবাদিন নাঈবের দল। নয় ম্যাচের নয়টিতেই হারলো আফগানিস্তান। আর দ্বিতীয় জয় দিয়ে বিশ্বকাপে এবারের আসর শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ।
হেডিংলিতে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩১১ রানের পুঁজি পায় ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে ২৮৮ রানে অলআউট হয় আফগানরা।
ক্যারিবীয় বোলার ব্রাথওয়েট ৪টি, রোচ ৩টি এবং গেইল ও ওশানে টমাস ১টি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে ক্রিস গেইলের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ৭ রানে আউট হন তিনি। ফলে ক্যারিবীয়দের হয়ে ওয়ানডে ও বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে থাকা ব্রায়ান লারাকে আর টপকাতে পারলেনা শেষ বিশ্বকাপ ইনিংস খেলতে নামা গেইল।
শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩১১ রান।
আফগান বোলার জাদরান ২টি এবং শারজাদ, নবী ও রশিদ নেন ১টি করে উইকেট। ক্যারিবীয় ব্যাটসম্যান শাই হোপ ম্যাচ সেরা হয়েছেন।
শেষ ম্যাচ হারার ফলে আফগানরা লীগ পর্বের ৯ ম্যাচেই হারল। ফলে শুন্য হাতেই দেশে ফিরতে হবে গুলবাদিন নাইবদের।