ডিএমপি নিউজঃ কখনো হয়তো আপনার কোন বন্ধু বা নিকট আত্মীয়ের ইয়াহু, জিমেইল, ফেসবুক, মেসেঞ্জার, হোটসএ্যাপ, ভাইবার, ইমো বা অন্য যে কোন একাউন্ট হ্যাক হতে পারে। এমন ক্ষেত্রে হ্যাকার ব্যক্তিটি হ্যাক হওয়া একাউন্ট থেকে আপনার বন্ধু বা আত্মীয় সেজে আপনাকে মেসেজ দিয়ে জানাবে যে সে কোন মারাত্মক বিপদে/সমস্যায় আছে। তার জরুরী কিছু টাকা প্রয়োজন। আপনাকে অনুরোধ করবে বিকাশে কিছু টাকা পাঠাতে। আপনি হয়তো আপনার ঐ বন্ধু বা আত্মীয়ের বিপদে/সমস্যার কথা ভেবে কোন প্রকার যাচাই-বাছাই ছাড়াই তাকে টাকা পাঠিয়ে দিলেন। পরে জানতে পারলেন যে আসলে আপনার সেই বন্ধু বা আত্মীয় আপনার নিকট কোন টাকা চাননি। তার একাউন্ট হ্যাক করে অন্য কেউ এই কাজ করেছে।
এ ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্সের পরামর্শ: এ ধরনের মেসেজ আসলে আপনার যদি বিষয়টি অস্বাভাবিক মনে হয়, তাহলে প্রথমে আপনার ঐ বন্ধু বা আত্মীয়কে কল করুন। সে কল রিসিভ না করলে বা তার ফোন বন্ধ পাওয়া গেলে এমন কাউকে কল করুন যিনি হয়তো তার বর্তমান অবস্থান এবং পরস্থিতি সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারবেন। এ ধরনের পরিস্থিতিতে পুরোপুরি নিশ্চিত না হয়ে আর্থিক লেনদেনে না জড়ানোই ভালো।
প্রতারণার শিকার হলে বিলম্ব না করে পুলিশকে অবগত করুন।