রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে একাধিক ছিনতাই মামলার আসামিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ রফিকুল ইসলাম ও ২। মোঃ জামিল।
গতকাল বুধবার (৮ জানুয়ারি ২০২৪ খ্রি.) পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর ২০২৪ খ্রি. সন্ধ্যা অনুমান সাড়ে ছয় ঘটিকায় মিরপুর-১১ এর ইসলামি ফার্মার সামনে হতে জনৈক মোঃ বদরুদ্দোজার ব্যবহৃত একটি স্যামসাং এম-১২ মডেলের এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ২১ ডিসেম্বর তিনি পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
পল্লবী থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে অভিযুক্তদের শনাক্ত করে পল্লবী থানা পুলিশ। এরপর গতকাল বুধবার অভিযান পরিচালনা করে পল্লবীর সুজানগর তালতলা বস্তি থেকে রফিকুলকে ও কালশী এলাকা থেকে জামিলকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পল্লবী, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করতো। গ্রেফতারকৃত জামিলের বিরুদ্ধে বর্ণিত মামলা ছাড়াও পল্লবী থানায় একটি, শাহআলী থানায় একটি ও উত্তরা-পশ্চিম থানায় একটি ছিনতাই মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।