২৯ আগস্ট নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সে উপলক্ষ্যে ২ দিন আগে বাজারে টিকিট ছাড়ে। গতকাল বাজারে ছাড়ার এক ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে।
প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে নীলফামারীতে চলছে এখন সাজ সাজ রব। স্থানীয় মানুষেরাও খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বাঘ-সিংহের লড়াই দেখার জন্য। শহরের ১১টি ব্যাংক শাখায় ছাড়া সাড়ে বারো হাজার টিকিট এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন, ‘মানুষ খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে খেলাটি দেখার জন্য। সাড়ে বারো হাজার টিকিট ছাড়া হয়েছিল। তা আজ (গতকাল) সকালের এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে।’
আরিফ হোসেনের ভাষ্য অনুযায়ী ম্যাচের জন্য ছাপা হয়েছে মোট ২১ হাজার ৩৫৯ টিকিট। বাকি অধিকাংশ টিকিট উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে এক হাজার আছে নারীদের জন্য ও ৩৫৯ টিকিট ভিআইপি।
সংশ্লিষ্ট সুত্র মতে খেলাটি বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কিছু বেসরকারী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সংশ্লিষ্টরা জানায় আজ সোমবার (২৭ আগস্ট) শ্রীলঙ্কা ও আগামী মঙ্গলবার (২৮ আগস্ট) বাংলাদেশ টিম বিমানযোগে জেলার সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা হতে এসে নামবে। তারা অবস্থান করবে বিভাগীয় শহর রংপুরের নর্থভিউ হোটেলে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ম্যাচটি খেলছে উভয় দল।