ঢাকায় প্রথম পর্ব শেষ হবার পর চট্টগ্রাম পর্বও শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের। সব দল আবার ফিরছে ঢাকায়। অপেক্ষা তৃতীয় পর্বের। আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে তৃতীয় পর্বের খেলা।
দুই পর্ব মিলে ৭ ম্যাচ খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মোট ৭ ম্যাচে ৫ জয়ে তালিকায় সবার উপরে আছে দলটি। এরপরই আছে রাজশাহী রয়ালস। আন্দ্রে রাসেলের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে আছে দলটি। জয় পেয়েছে পাঁচ ম্যাচের চারটিতেই।
এদিকে ৬ ম্যাচে চারটি জিতে রাজশাহীর সমান ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ঢাকা প্লাটুন।
দেখে নেয়া যাক কোন দলের অবস্থান কত নম্বরে:
নম্বর |
দল |
ম্যাচ |
জয় |
পরাজয় |
পয়েন্ট |
১ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স |
৭ |
৫ |
২ |
১০ |
২ |
রাজশাহী রয়ালস |
৫ |
৪ |
১ |
৮ |
৩ |
ঢাকা প্লাটুন |
৬ |
৪ |
২ |
৮ |
৪ |
খুলনা টাইগার্স |
৫ |
৩ |
২ |
৬ |
৫ |
কুমিল্লা ওয়ারিয়র্স |
৬ |
২ |
৪ |
৪ |
৬ |
সিলেট থান্ডার |
৬ |
১ |
৫ |
২ |
৭ |
রংপুর রেঞ্জার্স |
৫ |
১ |
৪ |
২ |