এর আগে ঘুষ প্রদান ও তহবিল তছরুপের দায়ে পাঁচ বছরের কারাদন্ডে দন্ডিত স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে-ওয়াইকে মুক্তি দিয়েছে দেশটির আদালত। দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং গ্রুপের ভাইস চেয়ারম্যান লি জে-ওয়াই । দুর্নীতির দায়ে বছর খানেক আটক থাকার পর সোমবার মুক্তি পেলেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে তাকে আটক করা হয়েছিল।
সিউলের উচ্চ আদালত লি জে-ওয়াই’র ওই সাজার মেয়াদ আড়াই বছর করেন এবং দণ্ড স্থগিত করেন। তবে বিশ্বের অন্যতম বৃহত্তম কর্পোরেট সাম্রাজ্যের উত্তরাধিকারী ৪৯ বছর বয়সী লির পক্ষে দেয়া রায় নিয়ে সুপ্রিমকোর্টে আপিল করা হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক কুন হে কে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন লি। ঘুষগ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও বলপূর্বক নিয়ন্ত্রণের অভিযোগে পার্ককেও ক্ষমতা হারাতে হয়েছিল।