ডিএমপি নিউজ: মোছাঃ বকুল নামে ৬০ বছরের এক বৃদ্ধাকে কদমতলী থানা এলাকায় পাওয়া গেছে। তিনি এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারের নিরাপদ হেফাজতে রয়েছে।
ভিকটিম সার্পোট সেন্টার সূত্রে জানা যায়, বৃদ্ধা বকুলকে গত-১৫ অক্টোবর, ২০১৮ তারিখ সকাল ১১.০০ টার সময় এলাকার কয়েকজন যুবক উদ্ধার পূর্বক কদমতলী থানায় নিয়ে আসে। থানা পুলিশ ভিকটিমকে তার ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে কোন কিছু বলতে না পারায় নিরাপদ হেফজাতের জন্য অত্র ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করে।
তারগায়ের রং- উজ্জল শ্যামবর্ণ, উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি, তার পরণে ছিল সাদা রংয়ের ম্যাক্সি ও বাদামী রংয়ের ওড়না।
উক্ত ভিকটিমের কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটিঅফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটিনাম্বার-০২৯১১০৮৫)