জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কষ্টের জয় পেল বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করল মাশরাফি বাহিনী। এ নিয়ে বাংলাদেশ ২৫টা সিরিজ জিতল, জিম্বাবুয়ের বিপক্ষেই যা ১১তম।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬৯ রানের রেকর্ড গড়া জয় পেয়েছিল টাইগাররা। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে দুপুরের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। ব্যাট করতে নেমে তামিমের ১৩৬ বলে ১৫৮ রানের সুবাদে গত ম্যাচের মতো আজও রানের পাহাড় সংগ্রহ করে বাংলাদেশ।
সফরকারীদের হয়ে ২টি করে উইকেট নেন কার্ল মুম্বা ও ডোনাল্ড তিরিপানো, ১টি করে উইকেট নেন কার্লটন টিশুমা আর ওয়েসলে মাধভেরে।
৩২৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে জবাবটাও ভালই দিয়েছে। ম্যাচের খুব কাছে গিয়ে তারা হেরেছে। নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ে তোলে ৩১৮ রান । ফলে ৪ রানের হার মেনে নিতে হয় তাদের ।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন তাইজুল, ১টি করে উইকেট নেন মাশরাফী, শফিউল, মিরাজ ও আল-আমীন।