ডিএমপি নিউজ: ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ১৪ বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (৮ জুন ২০২৪) দুপুরে এটিএন নিউজের কার্যালয়ে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান। এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এটিএন নিউজের চেয়ারম্যানসহ সব কলাকুশলীকে ডিএমপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এটিএন নিউজ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। এটিএন নিউজের পাশে সবসময় ডিএমপি রয়েছে। আমরাও প্রত্যাশা করি এটিএন নিউজ আমাদের পাশে থাকবে। দেশমাতৃকার কল্যাণে আমরা একসাথে কাজ করবো।
প্রসঙ্গত, ’এটিএন নিউজ’ বাংলাদেশের একটি ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল। ‘বাংলার ২৪ ঘণ্টা’ এই স্লোগান নিয়ে চ্যানেলটি আনুষ্ঠানিক যাত্রা করে ২০১০ সালের ৭ জুন।