গরিব মানুষদের করে দেওয়া হয়েছে কার্ড। এটিএমের মতো একটি মেশিনে ওই কার্ড প্রবেশ করালেই মিলবে দুই কেজি চাল। প্রতিদিন একবার করে ওই কার্ড ব্যবহার করা যাবে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি মসজিদে অভাবগ্রস্তদের জন্য ওই উদ্যোগ নেওয়া হয়েছে। গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সেখানে বিশেষ একটি এটিএম মেশিন বসানো হয়, যার মাধ্যমে অভাবগ্রস্তরা পাবেন একদিনের চাহিদার পরিমাণ চাল। চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে ওই তথ্য দেওয়া হয়।
দরিদ্রদের চিহ্নিত করে কার্ড করে দেওয়া হয়েছে। তারা প্রতিদিন একবার করে কার্ড ‘পাঞ্চ’ করলেই এটিএম বুথের নিচ দিয়ে বের হয় দুই কেজি চাল।
মালয়েশিয়ার সরকারি ইসলাম ধর্মীয় অধিদপ্তর (জেএডব্লিউআই) ফেসবুক পোস্টে জানিয়েছে, চালের এটিএম মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম। কুয়ালালামপুরের কাম্পাং দাতুক কেরামাত এলাকার আল-আকরাম মসজিদে অত্র অঞ্চলের জাকাত গ্রহীতা নাগরিকদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে কেউ দান করতে চাইলে সেখানে অর্থও জমা দিতে পারবেন। এটিএম মেশিনে অর্থ জমা দেওয়ার পদ্ধতিও রাখা হয়েছে। মানুষের দেওয়া সেসব অর্থ দিয়ে কেনা হবে আরো চাল।