ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জ্যোতির্ময় সরকারের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম- বার, পিপিএম-বার। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পরলোকগত আত্মার শান্তি কামনা করছেন।
বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় ডিএমপি কমিশনার বলেন, জ্যোতির্ময় সরকারের মৃত্যু পুলিশ বাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং পরলোকগত আত্মার শান্তি কামনা করছি।
হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
বৃহস্পতিবার সন্ধ্যায় এডিসি জ্যোতির্ময় সরকার অফিস শেষে অসুস্থ বোধ করেন। পরে তার দেহরক্ষী তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এডিসি জ্যোতির্ময় সরকারের মৃত্যুতে ডিএমপি কমিশনারের গভীর শোক প্রকাশ করেন।
জ্যোতির্ময় সরকার ২০১২ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ এডিসি পরিবহন হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।