ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উদ্যোগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাশাপাশি অত্র বিভাগে সদ্য যোগদানকৃত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে. এন. রায় নিয়তি ও সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ ইমরান হোসেন মোল্লাকে ফুল দিয়ে স্বাগত সম্ভাষণ জানানো হয়।
আজ শনিবার (১৯ নভেম্বর ২০২২ খ্রি.) বেলা ১২টায় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন।
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান মোঃ ফারুক হোসেন সভাপতির বক্তব্যে বলেন, বিদায়ী এডিসি হাফিজ আল আসাদ ছিলেন একজন দক্ষ, কর্মঠ ও পেশাদার কর্মকর্তা। এ বিভাগে কর্মরত থাকাকালীন তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। বিভাগের প্রত্যেকটি সদস্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে সুষ্ঠু কাজের পরিবেশ সৃষ্টির মাধ্যমে পেশাগত কাজকে আরো গতিশীল করেছেন। নতুন কর্মস্থলেও তার জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
তিনি সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিদায়ী কর্মকর্তা যেভাবে কাজ করে সবার প্রশংসা কুড়িয়েছেন, আপনারাও আপনাদের পেশাদারিত্ব দিয়ে এ বিভাগের কর্মপরিবেশকে আরো গতিশীল করে তুলবেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ স্মৃতিচারণ করে বলেন, চাকরি জীবনে আমি যে সকল ইউনিটে কাজ করেছি তার মধ্যে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে কাজ করাটা ছিলো আমার জন্য অন্যতম। এ বিভাগে কাজ করে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা আমার চাকরি জীবনের পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়াও, এ সময় মিডিয়া অ্যান্ড পাবলিশ রিলেশনস বিভাগের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদায়ী অতিথিকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা হিসেবে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।