বর্তমানে রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে অনেক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে মুক্ত নয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র সদস্যরাও।
ডেঙ্গু সাধারণত ভাইরাসের কারণে হয়ে থাকে। এডিস নামক এক ধরণের মশা এ ভাইরাস বহন করে থাকে। আর এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। আর তাই এ এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সে লক্ষ্যে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম আগামী ৩ আগস্ট, ২০১৯ শনিবার ডিএমপি’র সকল স্থাপনায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেছেন।
ডিএমপি’র সকল স্থাপনা যেমন- ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র সকল স্থাপনা ও তার আশ-পাশ, পুলিশ লাইন্স, ব্যারাক, অফিস, থানা ফাঁড়ি, কন্ট্রোলরুম, তদন্তকেন্দ্র, শপিং মল, মেস ও ডাইনিং এবং আবাসিক ভবনের পরিত্যক্ত আঙ্গিনা, ফুলের টব, ড্রেন, জমে থাকা স্বচ্ছ পানির স্থান, ডাবের খোসা ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই অভিযান সকাল ০৭ টা থেকে ১০ টা পর্যন্ত পরিচালনা করা হবে।
ডিএমপি’র স্ব-স্ব ইউনিট প্রধানগণ, জোনাল এডিসি/এসি, ওসি, তদন্তকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার স্বয়ং উপস্থিত থেকে এডিস মশার বিস্তাররোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন এবং এডিস মশার নিরোধক ঔষধ ছিটানোর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।