জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে আজ।
নজিরবুর রহমান এখন তার স্থলাভিষিক্ত হচ্ছেন। মুখ্য সচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমপর্যায়ের।